Sunday, 19 December 2021

প্রায় তিন বছর পর মঞ্চে, দুর্গাপুর নাটুকে পরিবারে যোগদানের পর প্রথম অনুষ্ঠান তথা জীবনের প্রথম কন্ঠনাটক




দুর্গাপুর প্রগতি আয়োজিত খাদ্য উৎসব ২০২১

.com/img/a/

অন্তরা সিংহরায় (Sokoler Jonyo)


দুর্গাপুর প্রগতির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক খাদ্য উৎসব অনুষ্ঠিত হলো শিবাজী রোড সংলগ্ন আমতলা ময়দানে। বাচিক শিল্পী রুমা মহান্ত প্রতিষ্ঠিত  দুর্গাপুর প্রগতি হলো  সমাজসেবামূলক একটি মহিলা সংগঠন । রক্তদান শিবির , বৃক্ষরোপণ , দুস্হ শিশুদের আহারের ব্যবস্থা ,সাংস্কৃতিক  অনুষ্ঠান এরকম নানা কর্মসূচীর সাথে যুক্ত থাকে প্রগতি সারাবছর । 

   

.com/img/a/

 এ বারের খাদ্য উৎসবে নানা রকম খাবারের  স্টলের সাথে ছিলো সারাদিন ব্যাপী নানা সাংস্কৃতিক  অনুষ্ঠান । ছিলো নানা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী । প্রগতির সম্পাদক রুমা মহান্ত বলেন ,“ গৃহবধুদের সাথে নিয়ে এই সংগঠনটি তৈরী করেছি । প্রতিটি নারী যে অসীম ক্ষমতা রাখে সমাজের জন্য কিছু করার প্রগতি হলো তার নির্দশন । আমরা কাজ করছি ও ভবিষ্যতেও নানা সমাজ সেবামূলক কাজ করবো । ”

         

.com/img/a/

 অর্চনা রায় ,সোমা গাঙ্গুলী ,মনিকা বিশ্বাস  ,বিদ্যা গুহ ,দেবযানী চ্যাটার্জ্জী , জেসমিন বেগম, ইতি সিনহা পাল সমেত অনেকেই যুক্ত আছে প্রগতির সাথে ।  দুর্গাপুর নাটুকে , আন্তরিক , ছন্দবীণা সাংস্কৃতিক  সংগঠনের অনুষ্ঠান দর্শকদের হৃদয়গ্রাহী হয় ।

 খাবারের স্টলে নানা খাবারের সাথে পৌষ পার্বণের সুস্বাদু  পিঠে আকর্ষণীয় ছিলো । সব মিলিয়ে খাদ্য রসিক বাঙালির ভিড় উপচে পড়লো মেলা প্রাঙ্গণে।

by- অন্তরা সিংহরায় (Sokoler Jonyo)


Media Coverage

1.https://www.sakalerjanya.in/2021/12/blog-post_18.html?m=1#.Yb6i65B2qa0.whatsapp


2.https://mongalkote.com/archives/16802


 

No comments:

Post a Comment

Featured post

                                                       Tanushree Ghosal                                                                 ...