Sunday, 19 December 2021

শব্দরূপ আয়োজিত মিলাবে মিলিবে উৎসবে টিম দুর্গাপুর নাটুকে



আজ এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা এর সম্মুখীন হলাম, এ এক অনন্য অনুভূতি।

শব্দরূপ আয়োজিত" মিলাবে মিলিবে উৎসব এবং শব্দরূপ সম্মান ২০২১" শীর্ষক অনুষ্ঠানে দুর্গাপুর নাটুকে এর প্রযোজনা

 


 

প্রায় তিন বছর পর মঞ্চে, দুর্গাপুর নাটুকে পরিবারে যোগদানের পর প্রথম অনুষ্ঠান তথা জীবনের প্রথম কন্ঠনাটক




দুর্গাপুর প্রগতি আয়োজিত খাদ্য উৎসব ২০২১

.com/img/a/

অন্তরা সিংহরায় (Sokoler Jonyo)


দুর্গাপুর প্রগতির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক খাদ্য উৎসব অনুষ্ঠিত হলো শিবাজী রোড সংলগ্ন আমতলা ময়দানে। বাচিক শিল্পী রুমা মহান্ত প্রতিষ্ঠিত  দুর্গাপুর প্রগতি হলো  সমাজসেবামূলক একটি মহিলা সংগঠন । রক্তদান শিবির , বৃক্ষরোপণ , দুস্হ শিশুদের আহারের ব্যবস্থা ,সাংস্কৃতিক  অনুষ্ঠান এরকম নানা কর্মসূচীর সাথে যুক্ত থাকে প্রগতি সারাবছর । 

   

.com/img/a/

 এ বারের খাদ্য উৎসবে নানা রকম খাবারের  স্টলের সাথে ছিলো সারাদিন ব্যাপী নানা সাংস্কৃতিক  অনুষ্ঠান । ছিলো নানা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী । প্রগতির সম্পাদক রুমা মহান্ত বলেন ,“ গৃহবধুদের সাথে নিয়ে এই সংগঠনটি তৈরী করেছি । প্রতিটি নারী যে অসীম ক্ষমতা রাখে সমাজের জন্য কিছু করার প্রগতি হলো তার নির্দশন । আমরা কাজ করছি ও ভবিষ্যতেও নানা সমাজ সেবামূলক কাজ করবো । ”

         

.com/img/a/

 অর্চনা রায় ,সোমা গাঙ্গুলী ,মনিকা বিশ্বাস  ,বিদ্যা গুহ ,দেবযানী চ্যাটার্জ্জী , জেসমিন বেগম, ইতি সিনহা পাল সমেত অনেকেই যুক্ত আছে প্রগতির সাথে ।  দুর্গাপুর নাটুকে , আন্তরিক , ছন্দবীণা সাংস্কৃতিক  সংগঠনের অনুষ্ঠান দর্শকদের হৃদয়গ্রাহী হয় ।

 খাবারের স্টলে নানা খাবারের সাথে পৌষ পার্বণের সুস্বাদু  পিঠে আকর্ষণীয় ছিলো । সব মিলিয়ে খাদ্য রসিক বাঙালির ভিড় উপচে পড়লো মেলা প্রাঙ্গণে।

by- অন্তরা সিংহরায় (Sokoler Jonyo)


Media Coverage

1.https://www.sakalerjanya.in/2021/12/blog-post_18.html?m=1#.Yb6i65B2qa0.whatsapp


2.https://mongalkote.com/archives/16802


 

দুর্গাপুর নাটুকে

 

I have joined the Durgapur Natuke (দুর্গাপুর নাটুকে) Group...
A step towards my dream...

Featured post

                                                       Tanushree Ghosal                                                                 ...